কোলোরেক্টাল ক্যানসারের চিকিৎসায় কী করবেন
প্রশ্ন : কোলোরেক্টাল ক্যানসারের চিকিৎসা কীভাবে করা হয়? বর্তমানে কোলোরেক্টাল ক্যানসারেরক্ষেত্রে কোন পর্যায়ে আসলে আশা রাখা যায়?
উত্তর : পর্যায়ক্রমে যদি বলি, পর্যায় এক মানে ছোট অবস্থা, পর্যায় চার মানে অনেক জায়গায় ছড়িয়ে আছে। পর্যায় অনুসারে বাংলাদেশে যে সফলতা, তেমন সফলতা কিন্তু ইউরোপেও। তাই আমি যদি প্রাথমিক অবস্থা পাই, একেবারে প্রাথমিক হলে অস্ত্রোপচারই যথেষ্ট। তবে অবস্থা বুঝে পরে কেমোথেরাপি লাগবে বা রেডিয়েশন লাগবে। সার্জারির আগেও লাগতে পারে। পরেও লাগতে পারে। সেগুলো বিভিন্ন পর্যায়ে।
আমার সেন্টারে খুব উন্নতভাবে আমরা চিকিৎসা করতে পারি। এখানে ভালো রেডিয়েশনের সুবিধা আছে। বিভিন্ন পদ্ধতি আছে। একটি যন্ত্রে কিন্তু অনেক পদ্ধতি আছে। অনেকগুলো যদি পদ্ধতি থাকে, ওই নির্দিষ্ট রোগীকে আপনি কীভাবে রেডিয়েশন দেবেন, সেটা বুঝতে হবে। একই্ রেডিয়েশন সব ক্ষেত্রে নয়। একেকজনের জন্য একেক রকম হতে পারে। ওই জিনিসটির জন্য দক্ষ জনশক্তি থাকতে হবে। তাদের সেভাবে প্রশিক্ষণ থাকতে হবে। তাহলে চিকিৎসা তত ভালো হবে।
এই চিকিৎসায় কিছু মুখের ওষুধ আছে। কেমোথেরাপি আছে, টার্গেটেড থেরাপি আছে—এগুলো সব কিন্তু গাইডলাইন অনুসরণ করা হয়, আন্তর্জাতিক গাইডলাইন। বাংলাদেশের বানানো চিকিৎসা নয়। তবে চিকিৎসা যেন মানসম্মত হয়। মানসম্মত হাসপাতাল আমাদের দেশেই আছে।
0 comments:
Post a Comment