ক্যানসার বাড়ছে কেন?
প্রশ্ন : ক্যানসার বাড়ছে কেন।
উত্তর : একটু মোটা দাগে বলতে গেলে আমাদের যে বিশ্বায়ন, আমাদের নগরায়নের কারণে
ক্যানসারের ঝুঁকির কারণগুলো আমরা পাচ্ছি। কীভাবে বিশ্বায়নের মাধ্যমে খাবারের ধরনের পরিবর্তন হচ্ছে, সেটা বুঝতে হবে। জাংকফুড কিন্তু আগে তেমন ছিল না। এখন সেটা সবাই খাচ্ছে, ক্যানসার বাড়ছে। দ্বিতীয়ত আমাদের খাবারের মধ্যে রাসায়নিক মিশ্রণ চলে আসছে। আরেকটি যেটি আমাদের যে শারীরিক পরিশ্রমের কথা বললাম—যার অভাবে অন্যান্য অনেক রোগ হয়, ক্যানসারও হতে পারে। নগরায়নের কারণে খোলা মাঠ থাকছে না। স্কুল-কলেজে যে বাচ্চারা একটু খেলাধুলা করবে, শারীরিকভাবে যে পরিশ্রম সেটা কিন্তু হচ্ছে না। কর্মজীবী নারীদের মধ্যে স্তন ক্যানসার বাড়ার একটি প্রবণতা দেখছি। যেমন বিয়ে দেরিতে হলো। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর অভ্যাস কম বা সময় তাঁরা পাচ্ছেন না। জীবনযাত্রার মধ্যে যে এই ধরনের পরিবর্তনটা আসছে, সেটি ক্যানসার বাড়ার দিকে নিয়ে যাচ্ছে।