Our social:

Sunday, January 22, 2017

এইচআইভি সংক্রমণ প্রতিরোধী ও তার প্রথম ওষুধ /Drug-resistant HIV infection and its first


এইচআইভি/এইড্স কী ? 

এইডস ইহা একটি মহা মারী ,. এইড্স (Acquired Immune Deficiency Syndrome-AIDS) নামক এক প্রকার ভাইরাস মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। ফলে শরীরের রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা থাকে না। এ রোগের নির্দেশক লক্ষণসমূহের চূড়ান্ত অবস্থার নাম এইড্স।
এইচআইভি দ্বারা কোন ব্যক্তি সংক্রমণের পর দীর্ঘদিন সুস্থ থাকতে পারে। এই ভাইরাস দেহের প্রতিরোধ কোষগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় এবং এক পর্যায়ে প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়ে যায়। অতঃপর নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এইড্স-এর প্রাথমিক অবস্থায় ৬০% রোগী লক্ষণশুন্য থাকে। এইচআইভি ভাইরাসে সংক্রমিত হওয়ার ৬ থেকে ১৫ বছর পরে এইড্স রোগ সনাক্ত করা সম্ভব হয়। জ্বর, উদরাময়, ওজন হ্রাস, শুষ্ককাশি, চর্মরোগ, লসিকাগ্রন্থির বৃদ্ধি, মাংশপেশীর বেদনা, ব্রেন টিউমার, মুখ গহ্বরে ক্ষত, ফাঙ্গি, প্যারাসাইটস, দুর্বলতা, স্মরণশক্তির ক্রম বিলুপ্তি এইড্স এইড্স-এর প্রধান লক্ষণ। এইচআইভি ভাইরাস মানবদেহের সব অঙ্গ-প্রত্যঙ্গকে আক্রান্ত করে দেয়.