Our social:

Monday, January 23, 2017

কানে শোঁ শোঁ শব্দ!

কানে শোঁ শোঁ শব্দ অনেক কারণে হতে পারে শব্দ হঠাৎ করে আসে, আবার অনেক সময় চলেও যায় তবে স্থায়ীভাবে থেকেও যায় অনেকের কানে ভুক্তভোগী ছাড়া সমস্যাটা কাউকে বোঝানো যায় না সময়মতো সঠিক চিকিৎসা নিলে এমন বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়

কানের নিজস্ব অন্যান্য শারীরিক কারণে এমন সমস্যা হতে পারে। কানের সমস্যার মধ্যে রয়েছে কানে খৈল জমা, বহিঃকর্ণে কোনো বস্তু আটকে যাওয়া, মধ্যঃকর্ণে কফ জমা, কানের পর্দা ফাটা, কানে প্রদাহ, মধ্যঃকর্ণের অস্থির নড়াচড়া, অন্তঃকর্ণের চাপ বৃদ্ধি, শ্রবণসংক্রান্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া, কানের জন্য ক্ষতিকর ওষুধ দীর্ঘদিন সেবন ইত্যাদি
অন্যান্য সাধারণ শারীরিক সমস্যার মধ্যে রয়েছে বার্ধক্যজনিত কারণে ৬০ বছরের বেশি বয়সে রক্তশূন্যতা, দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ, মানসিক অস্থিরতা, ভাইরাস সংক্রমণ ইত্যাদি
কানে অস্বাভাবিক শব্দের সঙ্গে কম শোনা, মাথা ঘোরা, কানে তালা লাগা ইত্যাদি উপসর্গও থাকতে পারে। সে ক্ষেত্রে সমস্যাটা কানে হওয়াটাই বেশি স্বাভাবিক
ময়লা চোখা কিছু দিয়ে কখনোই কান পরিষ্কার করবেন না। সঠিক সময়ে সঠিক চিকিৎসা করান। অনেক সময় শল্যচিকিৎসার প্রয়োজনও হতে পারে। স্নায়ু সমস্যায় শ্রবণযন্ত্র বা টিনিটাস মাসকার ব্যবহার করলে শোঁ শোঁ শব্দ ভালো হয়ে যায়। l